দেশে নতুন করে আরো তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনে তিনটি আইনের খসড়া তৈরি করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
বিশ্ববিদ্যালয়গুলো হল- নারয়ণগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটারোর ড. এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়।
প্রধানমন্ত্রী অনুমোদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় তিনটির খসড়া আইন প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো এক চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তাবায়নে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনে তিনটি আইনের খসড়া তৈরি করতে বলা হয়েছে ইউজিসিকে। এ নির্দেশনা দিয়ে ইউজিসি চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/কেএম