জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬০ শতাংশের কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে না। একইসাথে, এখন থেকে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির ওপর নম্বর প্রদান করা হবে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উপস্থিতি নম্বর প্রদানের ক্ষেত্রে এই নতুন নির্দেশনা জারি করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, ৯০% বা তদূর্ধ্ব উপস্থিতির জন্য ২.৫ নম্বর এবং ৬০% এর নিচে উপস্থিতির জন্য ১.০০ নম্বরের কম বরাদ্দ থাকবে।
এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (মো. বদরুজ্জামান) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি কলেজসমূহে পাঠানো হয়েছে।
এই অধীনস্থ শিক্ষার্থীদের জন্য নতুন ইনকোর্স পরীক্ষা এবং নম্বর প্রদানের নিয়মাবলি অনুযায়ী অনার্স ২য় বর্ষ পরীক্ষা-২০২৪, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০২৪, মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা-২০২৩ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা-২০২৩ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, চার ও তিন ক্রেডিট কোর্সের ইনকোর্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ২০, যার মধ্যে ৮ (৪০%) নম্বর পেলে পাস বলে গণ্য হবে। অন্যদিকে, দুই ক্রেডিট কোর্সের ইনকোর্স পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০, যার মধ্যে ৪ (৪০%) নম্বর পেলে পাস বলে বিবেচিত হবে।
শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষার নতুন নির্দেশনা অনুযায়ী, ইনকোর্স পরীক্ষায় ৮০% নম্বর না পেলে কোনো শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পারবে না। প্রতিটি কোর্সের ইনকোর্স পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করবে। ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা সংশ্লিষ্ট কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান/ইনস্টিটিউটসমূহকে গ্রহণ করতে হবে।
শিক্ষকদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সিলেবাস অনুযায়ী প্রতি বছর প্রতিটি কোর্সের জন্য দুইবার ইনকোর্স পরীক্ষা নিতে হবে এবং মূল্যায়নের পর ৭০% এর কম নম্বর দেওয়া যাবে না। ইনকোর্স পরীক্ষার প্রাপ্ত পাস নম্বর এবং হাজিরা শিট ও নম্বরের হার্ড কপি নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিতে হবে।
শিক্ষার্থীদের উপস্থিতি নম্বরের ক্ষেত্রে নতুন নির্দেশনায় বিভিন্ন ক্রেডিট কোর্সের জন্য উপস্থিতি নম্বরের বিস্তারিততথ্য এমন:
চার ক্রেডিট কোর্স (মোট ৫ নম্বর):
* ৯০% বা তার বেশি উপস্থিতি: ৫ নম্বর * ৮০% থেকে ৯০% এর নিচে উপস্থিতি: ৪ নম্বর * ৭০% থেকে ৮০% এর নিচে উপস্থিতি: ৩ নম্বর * ৬০% থেকে ৭০% এর নিচে উপস্থিতি: ২ নম্বর * ৬০% এর নিচে উপস্থিতি: ২ নম্বরের কম।
তিন ক্রেডিট কোর্স (মোট ৩.৫ নম্বর):
* ৯০% বা তার বেশি উপস্থিতি: ৩.৫ নম্বর * ৮০% থেকে ৯০% এর নিচে উপস্থিতি: ২.৫ নম্বর * ৭০% থেকে ৮০% এর নিচে উপস্থিতি: ২.০০ নম্বর * ৬০% থেকে ৭০% এর নিচে উপস্থিতি: ১.৫০ নম্বর * ৬০% এর নিচে উপস্থিতি: ১.৫০ নম্বরের কম।
দুই ক্রেডিট কোর্স (মোট ২.৫ নম্বর):
* ৯০% বা তার বেশি উপস্থিতি: ২.৫ নম্বর * ৮০% থেকে ৯০% এর নিচে উপস্থিতি: ২ নম্বর * ৭০% থেকে ৮০% এর নিচে উপস্থিতি: ১.৫০ নম্বর * ৬০% থেকে ৭০% এর নিচে উপস্থিতি: ১.০০ নম্বর * ৬০% এর নিচে উপস্থিতি: ১.০০ নম্বরের কম।
খুলনা গেজেট/এইচ