খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত
  ১৩ জেলায় শৈত্যপ্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি জেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন প্রথম প্রহরে ১২:০১ মিনিটে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প মাল্য অর্পণ করেন।

একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনের শোক, শক্তি ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এই দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে।

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমীতে অবস্থিত জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামিলীগ নড়াইল জেলা শাখাসহ অঙ্গ সংগঠন, জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, পুলিশ সুপার নড়াইল, আইনজীবী সমিতি নড়াইল, জেলা প্রেসক্লাব নড়াইলসহ বিভিন্ন সংগঠন ।

এদিকে লোহাগড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা আওয়ামিলীগ, পৌর আওয়ামিলীগসহ তার অঙ্গ সংগঠন, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, লোহাগড়া প্রেসক্লাব, লোহাগড়া পৌর প্রেসক্লাব, লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। সন্ধ্যায় নড়াইল কুড়িরডোব মাঠে একলক্ষ মোমবাতি জ্বালিয়ে দিবসটি পালন করেন নড়াইলবাসি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!