খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বোগ প্রকাশ করেছে সামাজিক সংগঠন নাগিরক আন্দোলন। পরিস্থিতি উন্নতিতে রাজনীতিক ও পুলিশকে সক্রিয় এবং বলিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পবিত্র রমজানে নগরবাসী যাতে শান্তিপূর্ণভাবে একটি মাস অতিক্রম এবং ঈদের বাজারে নিরাপত্তার স্বার্থে নিরপত্তা বাহিনীকে সতর্ক থাকার ওপর জোর দেয়া হয়ছে। রোববার বিকেলে বিএমএ মিলনায়তনে নাগরিক আন্দোলনের সাপ্তাহিক বৈঠকে এ আহবান জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য কাজী মোতাহার রহমান বাবু। সঞ্চালনা করেন শেখ মোঃ রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসিন, কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ হারুনার রশিদ, মোঃ লোকমান হাকিম, এ্যাড. মেহেদী ইনসার, মোঃ আব্দুল মান্নান শেখ, নাজমুল তারেক তুষার, নারী নেত্রী লাকি আজমীর ও ইরানী পারভীন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য মাদক ব্যবসা, এলাকার কর্তৃত্ব নিয়ন্ত্রণ, মহল্লার আধিপত্য ও নেতৃত্বের কোন্দলকে দায়ী করেন। হেরোইনের মত ক্যামিক্যাল নীরবে মানুষকে হত্যা করছে। মাদক সেবনের টাকা যোগাড় করতে যেয়ে যুবক অপরাধ জগতে জড়িয়ে পড়েছে। মহানগরীর পাড়ায় পাড়ায় মাদক বিক্রির পয়েন্টগুলো চিহ্নিত করে সমাজসেবীদের সাথে নিয়ে পদক্ষেপ নেয়ার জন্য বক্তারা আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানানো হয়। একই সাথে রোজা ও ঈদের বাজারে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি করা হয়।
সভায় বক্তারা বলেন, গত চার মাসে বিভিন্ন মহল্লায় কয়েকটি হত্যাকান্ডের মধ্য দিয়ে নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। এসব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ