খুলনার খালিশপুরের ঐতিহ্যবাহী ঝিল পুকুরের পানি নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কুচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধানে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝিল পুকুরের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ গ্রহন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এছাড়া দুপুরে রদুইটি সাবমার্সিবল স্থাপন করেন বিএনপির এ নেতা।
এদিকে নগরীর ৯নং ওয়ার্ড এর বৈকালীস্থ পেট্রোলপাম্প এলাকায় ও দক্ষিন মুজগুন্নীর খৃস্টানপাড়ায় বসবাসরত মানুষের সুপেয় পানির জন্য স্থাপন দুটি সাবমার্সিবলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীকে বই প্রদান: প্রভাতী স্কুলের দশম শ্রেণী ছাত্র খালিশপুর পৌরসভার মোড় নিবাসী জুবায়েরকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ক্লাসের বই প্রদান করেন।
মতবিনিময়: সন্ধ্যায় তিনি নগরীর মহেশ্বরপাড়া কালিবাড়ি এলাকায় সনাতন ধর্মলম্বীদের সাথে মতবিনিময় করেন এসময় বিএনপির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এমএনএস