নগরীর দেবেন বাবু রোডের টিনার বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শনিবার (২৭ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সিটি কর্পোরেশনের তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়।
এ সময় স্থানীয় কাউন্সিলর শেখ মো: গাউসুল আজমও নিজস্ব তহবিল হতে ৮টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। আওয়ামী লীগ নেতা চ ম মুজিবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২০ নভেম্বর দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে এ বস্তির ৮টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। সিটি মেয়র ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সমবেদনা জানান এবং কেসিসি’র পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি জেলা প্রশাসকসহ স্বেচ্ছাসেবী সংস্থাসমূহকে তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
খুলনা গেজেট/ এস আই