খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ধান কেটে কৃষকের ঘরে তুলে দিল ছাত্রলীগ

সলিল বিশ্বাস মিঠু, গোপালগঞ্জ

গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের চাষী রজব মুন্সীর জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ।

করোনা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজের নেতৃত্বে ৩০ সদস্যের ছাত্রলীগ কর্মীদের একটি দল হাটবাড়িয়া গ্রামের কৃষক রজব মুন্সীর ৮ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত কৃষকদের পাশে থাকার ঘোষনা দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জানান, তারা গত বছরও করোনা কালীন সময়ে প্রায় মাস ব্যাপী জেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও গরীব চাষীদেরে জমির ধান কেটে তা মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন। এবছরও দুর্যোগের এই সময়ে যেসব কৃষক তাদের জমির ধান কাঁটতে শ্রমিক পাচ্ছেন না। তারা যদি তাদেরকে জানায়, তাহলে তারা গিয়ে ওইসব কৃষকদের জমির ধান কেটে দেবে বলে জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!