দিনের শেষ বেলায়
যখন আকাশে ছড়িয়ে পড়ে
মন খারাপের আলো মাখা মেঘ;
হঠাৎ কখনো ছাদের কার্ণিশে দাঁড়িয়ে
মৃত্যুকে মনে হয় সমুদ্রের মতো,
কালের অবিরত ঢেউ আছড়ে ফেলছে মুছে
যাওয়া স্মৃতির বুদবুদ,
অগোছালো হাওয়ায়
উড়তে থাকা আমার শাড়ির আঁচল…..
মৃত্যু যেন ,অবিরাম ঝরতে থাকা বৃষ্টি
প্রহরে অবগুণ্ঠিতা ,
ছায়া ঘেরা চলে যাওয়া দিনের
কোনো কাব্য ।
মৃত্যুকে আর বিরক্তিকর লাগে না
কখনো ই,
মৃত্যু কি তবে
আর কবিতা না লিখতে পারা ?
নাকি নিজেকেই নতুন ভাবে পাওয়া!
মৃত্যু মানে আর কখনো উড়তে না পারা?
নাকি মৃত্যু মানে মুক্তির খোঁজে ঝাঁপ দেওয়া?
সময়ের নীরব উল্লাসে একাকী নৌকা বাওয়া ….
ক্ষত বিক্ষত মননে ,
অবিরাম সেই বৃষ্টির কালে আমার ঘটে চলেছে…… তাৎক্ষণিক মৃত্যু।
খুলনা গেজেট /এমএম