খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

দৌলতপুরে ব্রি-ধানের প্রদর্শনী মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক

খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা ব্লকে দৌলতপুর মেট্রোপলিটন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব অর্থায়নে স্থাপিত রোপা আমনে ব্রি ধান ৭৫-এর প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে দৌলতপুর মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা হুসনা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোতালেব হোসেন, শুক্লা রানী দাস। এতে প্রায় ১২০ জন কৃষাণ-কৃষাণী অংশ নেন।

এ সময় প্রধান অতিথি বলেন, এটি স্বল্প জীবকালিন ধান হওয়ায় সহজে বোরে ধানের আগে সরিষা করা যায়। এছাড়াও তিনি বর্তমান সরকারের ৪০ শতাংশ তেলের আমদানি কমিয়ে আনার জন্য সরকারের পরিকল্পনা সম্বলিত রোডম্যাপ, সরিষার বিভিন্ন জাত পরিচিতি, উৎপাদন কৌশল, রোগ পোকামাকড়, বীজ উৎপাদন কৌশল ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!