দৈনিক খুলনা টাইমস এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।
পত্রিকার সম্পাদক সুমন আহমেদ এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মুন্সি মাহবুব আলম সোহাগ, অরুন সাহা, আনোয়ারুল ইসলাম কাজল, কৌশিক দে, হুমায়ুন কবির, বিমল সাহা, শেখ মোঃ সেলিম, মোঃ শাহ আলম, মল্লিক সুধাংশু, আওয়ামী লীগ নেতা ও চেম্বার পরিচালক মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, কামরুজ্জামান জামাল, অসিত বরণ বিশ্বাস, জামিল খান, সাংবাদিক আবুল হাসান হিমালয় প্রমূখ।
খুলনা গেজেট/ এস আই