খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিন শেষে বাংলাদেশ ২৬৯/৯, পিছিয়ে ১৮১ রানে
পাঁচ দিনের রিমান্ডের আবেদন

দেবহাটায় গৃহবধুকে হত্যার ঘটনায় স্বামী আজিবর গ্রেপ্তার 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের গৃহবধু তাসলিমা খাতুনকে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই দেবহাটা উপজেলার বেজোরাটি গ্রামের জমাত আলী গাজাীর ছেলে ইদ্রিস আলী বাদি হয়ে মঙ্গলবার রাতে দুলা ভাই আজিবরের নামে থানায় এ মামলা দায়ের করেন।

এদিকে পুলিশ নিহতের স্বামী আজিবর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১২ মে) আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। গ্রেপ্তারকৃত আজিবর রহমান সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের জিহাত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ১৭ বছর আগে দেবহাটা উপজেলার বেজোরাটি গ্রামের ইদ্রিস আলীর বোন তাসলিমার সঙ্গে একই উপজেলার বসন্তপুর গ্রামের জিহাত আলীর ছেলে আজিবর রহমানের সঙ্গে বিয়ে হয়। তাদের দু’টি সন্তান রয়েছে। সম্প্রতি মাঠে কাজ করার জন্য আজিবর তার স্ত্রীকে চাপ সৃষ্টি করতো। বাধ্য হয়ে তাসলিমা অন্যের জমিতে কাজ করতে যেতো। এরপরও তাকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো আজিবর। নির্যাতন সহ্য করতে না পেরে তাসলিমা এক সপ্তাহ আগে বাপের বাড়িতে চলে আসে।

সোমবার সকালে শ্বশুর বাড়িতে এসে আজিবর ঈদের কেনা কাটা করার জন্য স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় কেনাকাটা করতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যেয়ে সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আব্দুল গণির মালিকানাধীন আমবাগানে পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় আজিবর। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মুরগির ঘরের মধ্যে থেকে আজিবরকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবহাটা থানার উপপরিদর্শক হাসিনা খাতুন জানান, তাসলিমা খাতুনকে হত্যার অভিযোগে তার ভাই ইদ্রিস আলী বাদি হয়ে মঙ্গলবার রাতে নিহতের স্বামী আজিবরের নাম উল্লে¬খ করে পরিকল্পিত হত্যা ও লাশ গুম করার চেষ্টার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আজিবরকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক বিলাস মন্ডল আগামি ১৬ মে রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!