খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পণ্য আমদানির তথ্য না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সাতক্ষীরায় তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সাতানী-বাঁশদহা এলাকায় ভোক্তা অধিকারের বাজার তদারকি টিম এই জরিমানা আদায় করে।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দুপুরে সদর উপজেলার বাদামতলা এলাকায় ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’ ৯ বাস্তবায়নে বাজার পরিদর্শন করেন তদারকি টিম। তদারকিকালে সদরের বাদামতলা বাজারের মেসার্স আরিফ স্টোরে কিছু পণ্যে মোড়ক ও আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারায় ৮ হাজার, শামীম স্টোরে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ৫১ ধারায় ৪ হাজার টাকা এবং মুকুল স্টোরে একই কারণে ২ হাজার টাকা; তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ১৪ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন। বাজার তদারকিতে সহযোগিতা করে জেলা পুলিশ ফোর্সের একটি টিম।

বাজার তদারকি কমিটি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্য আমদানির তথ্য না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিনজনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জনান তিনি।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!