দীর্ঘ দেড়যুগ পর আগামীকাল শুক্রবার (৪ জুলাই) খানজাহান আলী থানা শ্রমিক দলের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলন সফল করার লক্ষ্যে সংগঠনের নেতা-কর্মীরা ব্যস্ত সময় অতিবাহিত করছেন।
সম্মেলনে সভাপতি পদে বর্তমান থানা কমিটির আহবায়ক ও মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক কাজী শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সংগঠনের সাবেক মহানগর কমিটির সদস্য জিহাদুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। অন্য কোন প্রার্থী না থাকায় সম্মেলনে এ দু’জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বিকাল তিনটায় ফুলবাড়ীগেট কুয়েট রোডের প্রবেশদ্বার অটোরিক্সা স্ট্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নগর বিএনপি’র সভাপতি এ্যাডঃ এসএম শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব শফিকুল আলম শফি, খানজাহান আলী খানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন প্রমুখ। সম্মেলন উদ্বোধন করবেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মুজিবর রহমান।
এদিকে সম্মেলন সফল করার লক্ষ্যে বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ২ নং ওয়ার্ড মিরেরডাঙ্গা ঘাট শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সদস্য আজমাল হোসেন আজম, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন মিজানসহ স্থানীয় শ্রমিক দলের নেতা-কর্মী, সমর্থকবৃন্দ।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী শহিদুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, ‘দীর্ঘ প্রায় ১৮ বছর পর আমাদের খানজাহান আলী থানা শ্রমিক দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে সফল, সুন্দর এবং জাকজমকপূর্ণ করার জন্য ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্যান্ডেল তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলের উপর ত্রিফলার ব্যবস্থা করেছি। সম্মেলনে বিপুলসংখ্যক দলীয় কর্মী উপস্থিতি নিশ্চিত করার জন্য সংগঠনের নেতা কর্মীরা কাজ করছে। আশা করি সম্মেলন সফল এবং সার্থক হবে’।
খুলনা গেজেট/এইচ