খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

দূর্গা চরণে ভক্তিভরে করোনা মুক্তির প্রার্থনা ভক্তদের

নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, শুভ শক্তির শুদ্ধ প্রতিমূর্তি স্বরূপ দেবী দূর্গা। সংস্কৃতে ‘দূর্গা‘ নামের অর্থ হল “অজেয়”। একদিকে তিনি শুভ শক্তির অধিকারিণী শুভ বুদ্ধির স্রষ্ঠা আবার একই সঙ্গে অন্যদিকে তিনি সকল প্রতিকূলতার ও অশুভ শক্তির বিনাশকারিনী। দূর্গা হলেন দেবী পার্বতীর আরেক অবতার, যিনি ভগবান শিবের সহধর্মিনী। তাই তো এবারের বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রার্দূভাব থেকে বাঁচতে দূর্গা চরণে ভক্তিভরে প্রার্থনা ভক্তকূলের।

সারাদেশের ন্যায় করোনা থেকে মুক্তির লক্ষ্যে খুলনা মহানগর ও জেলায় দূর্গা পুজা মণ্ডপে মণ্ডপে বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে। অতীতের মতো আনন্দ নেই, করোনা সংক্রমন থেকে বাঁচতে যথেষ্ট সতর্কাবস্থায় পুজার আনুষ্ঠানিকতা সারছেন সকলেই।

পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, ‘সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করছে কয়েকটি টেলিভিশন চ্যানেল। একইসময়ে পূজা কমিটিগুলো ফেসবুক পেজ থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করছে। বাড়িতে বসেই এবার অনেক ভক্ত অঞ্জলি দিচ্ছেন মায়ের চরণে।’

রবিবার (২৫ অক্টোবর) সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর সোমবার (২৬ অক্টোবর) সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এবার দেবী এসেছেন দোলায়, যাবেন হাতিতে চড়ে। করোনা পরিস্থিতির কারণে কমে গেছে মণ্ডপের সংখ্যাও। এবার খুলনা মহানগর ও জেলায় ৯৫৯টি মণ্ডপে দূর্গাপূজা হচ্ছে। গত বছর সারাদেশে মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। এবার কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ২১৩টিতে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!