খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আগামী নির্বাচন সুষ্ঠু করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে : প্রধান উপদেষ্টা
  শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত
  হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

দুর্জ্জনী মহল একতা যুব সংঘের আয়োজনে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে চিকিৎসা সেবা, করোনা প্রতিরোধ সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে। খুলনা জেলার রূপসা উপজেলার দুর্জ্জনী মহল একতা যুব সংঘের আয়োজনে শনিবার ( ৮ মে) বিকাল ৫ টায় ইফতার বিতরণ অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তৃতায় এ্যাড সুজিত অধিকারী এ কথা বলেন। এ সময় তিনি জনসাধারণকে সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।

জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক, দুর্জ্জনী মহল একতা যুব সংঘের সভাপতি মোজাফফর মোল্লা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ফরিদ আহমেদ, কৃষক লীগের জেলা সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিকুল ইসলাম লাবু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, জেলা সদস্য শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ই বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, ইয়াসির আরাফাত, আশিকুজ্জামান তানভির প্রমূখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!