ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী অল্পের জন্য এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। গাড়ি চালানোর সময় গানের প্রতি মাত্রাতিরিক্ত মনোযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে নিজের
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
ভিডিওতে ইমনকে চালকের আসনে বসে গাড়ি চালাতে দেখা যায়। এ সময় একজন তাকে প্রশ্ন করেন, কেন তিনি আজকাল বেশি গাড়ি চালান না? এর জবাবে ইমন যে ঘটনাটি শোনান, তা রীতিমতো চমকে ওঠার মতো।
ইমন বলেন, ‘একদিন রুবির মোড়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আমার গাড়িতে তখন গুলাম আলীর একটি গান চলছিল। এদিকে আমার গাড়ি টক টক টক করে অ্যালার্ম দিচ্ছিল যে, আমার সামনে কিছু একটা আছে। কিন্তু আমি সেটা শুনতেই পাইনি। এরপর আমার গাড়িটা গিয়ে অন্য একজনের গাড়িতে জোরে ধাক্কা দেয়। তারপর গাড়িতে প্রবল একটা শব্দ হয়।’
ভাগ্যক্রমে দুটি গাড়িই বেশ মজবুত হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। ইমন জানান, যে ভদ্রলোকের গাড়িতে তিনি ধাক্কা দিয়েছিলেন তিনি পেশায় একজন চিকিৎসক এবং অত্যন্ত ভালো ও বিনয়ী একজন মানুষ ছিলেন। তার সহযোগিতার কারণেই বিষয়টি সমাধান হয়ে যায়। এই ঘটনার পর থেকে ইমন গাড়িতে গান চালানো প্রায় ছেড়েই দিয়েছিলেন। তার কথায়, ‘ওই যে আমি একটা ভয় পেয়েছিলাম, সেই দিনের পর আজ আমি প্রথম গাড়ি নিয়ে বের হলাম।’
নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর ইমন চক্রবর্তী তার শ্রোতা ও দর্শকদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তার ভাষ্যে, ‘আমার যারা শ্রোতা ও দর্শক রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ। যারা আপনারা শিল্পী, যারা গান-বাজনার সঙ্গে জড়িত তারা গাড়ি চালাতে চালাতে দয়া করে এমন কোনো গান শুনবেন না যে গান শুনে আপনারা হারিয়ে যাবেন। সেফলি ড্রাইভ করুন।’
খুলনা গেজেট/এএজে