বলিউডের ‘গ্রীক গড’ খ্যাত হৃত্বিক রোশন শুধু অভিনয় নয়, তার সুঠাম দেহগঠন ও ফিটনেস দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের। শরীরচর্চা ও শারীরিক সক্ষমতার দিক থেকে বলিউডের অন্যতম সেরা তিনি।
তবে হৃত্বিকের বর্তমান এই আকর্ষণীয় চেহারার পেছনে ছিল দীর্ঘ লড়াই। তার চোখের গভীরতায় হারিয়েছিলেন বহু নায়িকাও, যার মধ্যে ছিলেন মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরেও।
তার চোখ নিয়েই সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত সামনে আনলেন হৃত্বিক। জানা গেছে, বহু আগেই, নিজের ৪৩তম জন্মদিনে। সে সময় মৃত্যুর পর চক্ষুদান করার জন্য নিবন্ধন করেছিলেন তিনি। যদিও শুরুতে বিষয়টি কাউকে জানাননি, পরে প্রকাশ্যে আনেন এবং মানুষকে চক্ষুদানে উৎসাহিতও করেন।
অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন হৃত্বিক রোশন। এবার এই দীর্ঘ ক্যারিয়ারে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, প্রথমবার নিজে কোনো ছবি পরিচালনা করছেন হৃত্বিক। বাবা রাকেশ রোশনের সঙ্গে প্রযোজক হিসেবেও হাত মিলিয়েছেন যশরাজ ফিল্মসের ‘কৃশ ৪’ ছবিতে। এছাড়া চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে হৃত্বিক রোশন অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’।
খুলনা গেজেট/এএজে