খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

দুবলায় জেলের জালে প্রায় ৫ লাখের ভোলা

মোংলা প্রতিনিধি

রবিবার (৬ মার্চ) দুপুরে ২৫ কেজি ওজনের একটি বিরল প্রজাতির ভোলা মাছ দুবলায় জেলেদের জালে ধরা পরেছে। ধরাপড়া মাছটি নিলামে সর্বচ্চ দর চার লাখ ৮০ হাজার টাকায় কিনে নেয় খুলনার মাছ ব্যাবসায়ি সম্রাট।যার প্রতি কেজির মূল্য পড়েছে ১৯ হাজার ২০০ টাকা।

 

গত বুধবার (২ মার্চ) ৩২ কেজি ওজনের আরেকটি ভোল মাছ ধরা পড়ে। সেটিও নিলামে সর্বচ্চ দুই লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হয়। পূর্ব সুন্দরবনের দুবলা ফরেষ্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এই তথ্য জানান।

তিনি আরও বলেন, চলতি শুটকি মৌসুমের শেষের দিকে জেলেদের জালে সামুদ্রিক এই ভোল মাছ ধরা পড়ছে। এ পর্যন্ত ছয়টি ভোল মাছ জেলেদের জালে ধরা পড়ে, যা ২২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়। এ মাছ অনেক মূল্যবান ও সুস্বাদু বলেও জানান তিনি।

দুবলা ফিশার ম্যান গ্রুপের সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন আহম্মেদ বলেন, চলতি শুটকি মৌসুমে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে জেলেরা আশানুরুপ মাছ না পাওয়ায় হতাশায় পড়েন। এর মধ্যে প্রাকৃতিক দূর্যোগে তাদের প্রায় ১৫ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে। তবে শেষ সময়ে এসব জেলেদের জালে বেশ কয়েকটি দামি মাছ ধরা পড়ায় তাদের মুখে কিছুটা হাসি ফুটেছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বঙ্গোপসাগরের দুবলার চরে এবার ১৩ টি জেলে পল্লীতে প্রায় ৩০ হাজার জেলেদের শুটকি প্রক্রিয়াকরণে অনুমতি দেওয়া হয়। তবে কিছু সামুদ্রিক মাছ আহরনে জেলেদের নিষেধাজ্ঞাও দেওয়া হয়। তবে এই নিষেধাজ্ঞার মধ্যে ভোলা মাছ নেই বলেও উল্লেখ করেন তিনি।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!