২০১৪, ১৮ ও ২৪ সালের সংসদ নির্বাচন নিয়ে ছিনিমিনি না খেললে শেখ হাসিনাকে এক কাপড়ে পালাতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। লক্ষ নেতাকর্মীদের আত্মত্যাগ বিনিময় ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন তারা।
৭ মে মোংলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্য টাটিবুনিয়া স্কুল মাঠে দুপুরে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব বলেন।
বিএনপি নেতা অমিত বলেন, যে উদ্দেশ্য নিয়ে ২০০৯ সালে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের লড়াই শুরু করেছিলাম, সেই লড়াই এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হচ্ছে। একটি অন্তর্বর্তী সরকারের কাছে জনগনের যে প্রত্যাশা ছিল, অপরিহার্য সংস্কার শেষে করে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু দুর্ভাগ্য ভোটাধিকার সহ গণতন্ত্রের কথা বলতে গেলে আমাদেরকে শুনতে হয় নতুন বন্দোবস্তের সাথে নাকি আমরা তাল মিলাতে পারছিনা।
খুলনা গেজেট/এএজে