শঙ্কা সত্যি করে ভারতের বিপক্ষে নেই সাকিব। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত। টসে জিতে তিনি ব্যাটিং নেওয়ার পর ৯৩ রানের শুরু দেন তরুণ ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। এরপর একে একে ফেরেন তানজিদ, শান্ত, মেহেদী মিরাজ ও লিটন। পঞ্চম উইকেটে মুশফিককে নিয়ে জুটি দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশ ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মুশফিকুর রহিম ৩৮ রান করেছেন। তার সঙ্গী মাহমুদউল্লাহ। এর আগে তানজিদ ৪৩ বলে পাঁচটি চার ও তিন ছক্কার শটে ৫১ রান করেছেন। শান্ত ফিরেছেন ৮ রান করে। মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।
ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এসেছে। সাকিবের বদলে খেলছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। তার জায়গায় খেলছেন হাসান মাহমুদ। নাসুম ও হাসান দুজনেরই বিশ্বকাপে এটি প্রথম ম্যাচ। অপরিবর্তিত আছে ভারত একাদশ।
খুলনা গেজেট/ টিএ