যশোর-বেনাপোল সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চার যুবক। আহতরা হলেন, জিসান (২০), মামুন (২১), আসাদুজ্জামান (২৫) ও সালাউদ্দিন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। দু’জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ও অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত মামুনের বাবা রফিকুল ইসলাম জানান, এদিন সন্ধ্যায় রনি ও জিসান মোটরসাইকেলে করে যশোর সদরের নাঙ্গালী গ্রাম থেকে শার্শা উপজেলার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেলে মামুন, আসাদুজ্জামান সালাউদ্দিন ফিরছিল। গদখালি মোড়ে পৌঁছুলে তাদের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ও তারা প্রত্যেকেই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় দাস বলেন, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রনি মারা যায়। জিসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। মামুন ও আসাদুজ্জামান নামে দু’জন চিকিৎসাধীন রয়েছে। আরেকজনের অবস্থা ভাল থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কিছুক্ষণ আগে কোতোয়ালি থানা থেকে এ সংক্রান্তে একটি বার্তা পেয়েছি। বিষয়টি হাইওয়ে থানা দেখছে।
নাভারণ হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।