খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

দুই দফার বৃষ্টিতেই তলিয়েছে নগরীর সড়ক

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ২৪ মিলিমিটার বৃষ্টিতেই ডুবেছে নগরের রাস্তা-ঘাট। শনিবার (২৭ মে) দুই দফার বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক। হাটু পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় আটকা পড়ে যানবাহন। ফলে চরম দূর্ভোগে পড়েছে মানুষ। শুধু সড়কই নয়, অলি-গলিগুলোতে থৈ থৈ পানি দেখা অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে

জানা গেছে, নগরীর খালিশপুর বিআইডিসি রোড, বাস্তহারা, শান্তিধাম মোড়, রয়্যাল মোড় ও টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড়, শামসুর রহমান রোড, পিটিআই মোড়ে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া মানুষ। অনেক দোকান এবং বাড়ির নিচতলা পানিতে ডুবে যায়। মুষলধারে বৃষ্টির পানিতে বর্জ্যে সয়লাব হয়ে যায়। অনেক জায়গায় বর্জের অংশ ড্রেনে আটক গিয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজে ধীর গতির কারণে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন নগরবাসীর।

নগরীর বিআইডিসি রোডের সোহেল রানা বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কটি পানিতে তলিয়ে যায়। নতুন রাস্তা মোড় থেকে পিপলস মোড় পর্যন্ত বেহাল দশা। আর আলমনগর ও কদমতলা মোড় পর্যন্ত বৃষ্টি হলে পানি জমে। দীর্ঘদিন ধরে এই সড়কে খানাখন্দ। আর এখন ড্রেনের কাজ চলছে।ফলে পানির প্রবাহ বাঁধাগ্রস্থ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে কাঁদা মাটি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। শুনে আসছি দ্রুত কাজ শেষ হবে, তবে কবে? ড্রেন ও রাস্তার কাজ শেষ হলে এই দূর্ভোগ আর থাকবে না।

নগরীর বাইতিপারা এলাকার ব্যবসায়ী শাহজাহান সিরাজ বলেন, আধাঘন্টা বৃষ্টি হলেই এলাকার রাস্তা ও গলি পানিতে ডুবে যায়। পানি নিষ্কাশনব্যবস্থা খুব খারাপ। ড্রেন ময়লা-আবর্জনায় ভর্তি। তাই বৃষ্টি থামার পরও পানি নামতে সময় লাগে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, খুলনায় আজ দুই দফায় ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রথম দফায় সকাল সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ৩ মিলিমিটার। আর দ্বিতীয় দফায় দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত খুলনায় ২১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!