দিঘলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বারাকপুর ইউনিয়নের লাখোয়াটী গ্রাম থেকে ৫ জুয়াড়ীকে আটক করেছে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ১৬ সেট তাস, নগদ ২৩ হাজার ২২০ টাকা এবং ৮ টি মোবাইল হ্যান্ড সেট উদ্বার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরীর দিক নির্দেশনা মোতাবেক ১৭ আগষ্ট (মঙ্গলবার) ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকারের নেতৃত্বে এস আই আজিজ মাহমুদ, এস আই সঞ্জিত সাহা, এস আই তন্ময় মোহান্ত, এস আই রানা প্রতাপ ঘোষ, এস আই সাইফুল ইসলাম এবং এস আই শহিদুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঐ গ্রামের মোঃ আরিফ গাজীর মৎস ঘেরের সামনে দোচালা টিন সেট ঘরের মধ্য থেকে জুয়া খেলা অবস্থায় মোঃ তরিকুল ইসলাম, আসাদ চৌধুরী, শরীফুল ইসলাম, দাউদ শেখ এবং মনিরুল ফারাজী নামে ৫ জুয়ারীকে আটক করে। আটককৃত সবার বাড়ি লাখোয়াটী গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রুজু হয়েছে। গতকাল ১৭ আগষ্ট তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এলাকাবাসী জানায়, দিঘলিয়া উপজেলার বেশ কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে জমজমাট জুয়া এবং গাঁজার আসর চলছে। দিঘলিয়া থানা পুলিশ এ সবের বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও অধিকাংশ সময় এসব জুয়ারী, মাদকসেবী এবং মাদক ব্যাবসায়ীরা ধরাঁছোয়ার বাইরে থেকে যায়।
খুলনা গেজেট/কেএম