খুলনার দিঘলিয়া উপজেলায় ১২-১৮ বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান খুলনা গেজেট কে বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘোষণা অনুযায়ী সারা দেশে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শতভাগ কার্যকর করার নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধান এবং সহযোগীতায় আমরা তালিকা প্রণয়ন করি। অত্র উপজেলায় ৪ টি কলেজসহ ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা তৈরী করি এবং সেই মোতাবেক গত ৮ জানুয়ারী থেকে ১৮ জানুয়ারী পর্যন্ত ১১ দিন নিরবিচ্ছিন্ন ভাবে কোভিড-১৯ এর টিকা প্রদান করি।
এ পর্যন্ত আমরা ৮ হাজার ৯৮২ জন শিক্ষার্থীকে ১ম ডোজের টিকা প্রদান করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে টিকা দানের কেন্দ্র হিসেবে ব্যবহার করি। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে এসে কোন শিক্ষার্থী টিকা না নিয়ে ফেরত যায়নি।