হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে এবং ইউনিসেফ এর সহযোগীতায় কোভিড -১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা জোরদারকরণ কর্মসূচীর আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ টাউনহল মিটিং। দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা জেলা সমন্বয়কারী অন্বেষা মজুমদারের এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিটিং এ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর তথ্য ও সেবা প্রদানকারী অফিসার মোঃ জামাল হোসেন, সাংবাদিক একরামুল হোসেন লিপু, শেখ রবিউল ইসলাম রাজিব প্রমুখ।
টাউনহল মিটিং এ মোট ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন।