খুলনার দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামে বিবাদমানা দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪৬ জনের নামোল্লেখ করে থানায় পৃথক ২টি মামলা হয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঐ গ্রামের মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া চৌকিদারের মৎস ঘেরে বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিবদমান দু’ গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়।
দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিপন সরকার জানান, ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামে বিবাদমানা দু’গ্রুপের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক ২টি মামলা হয়েছে। ১ম মামলাটি শনিবার (১৭ এপ্রিল) মোঃ আশরাফ হোসেন মোল্যা বাদী হয়ে এজাহারে প্রতিপক্ষের ১৭ জনের নামোল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে দায়ের করেন, মামলা নং ২।
এর ২ দিন পর ১৯ এপ্রিল সোমবার মোঃ বেলায়েত হোসেন প্রতিপক্ষের ৩২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন, মামলা নং ৩। দু’টি মামলায় আসামীর সংখ্যা মোট ৪৬ জন। এজাহারে নামোল্লেখকৃত আসামীরদের এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
অন্যদিকে এ সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ক্রমাম্বয়ে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী এবং তাদের সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়ছে ।
খুলনা গেজেট/ এস আই