জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তীউপলক্ষে দিঘলিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিজয় সমাবেশ আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় পথেরবাজার এস এম মোর্তজা রশিদী সুজা গার্লস কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সভাপতি শেখ মোঃ আবু হানিফ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মেসাঃ সামছুন্নাহার, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা আওয়ামী লীগ নেতা খান হাবিবুর রহমান বিপুল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ রেজাউল ইসলাম, মোঃ ফেরদৌসুর রহমান, মোঃ রাসেল ভুলু, আনসার আলী বাদল, মোঃ মোসলেম শেখ, ফয়সাল আহমেদ, আবির মালিক, আবুল হাসান পলাশ, আলামিন শেখ, মিঠুন দাস, সুরভী লাইজু, মোঃ সালাউদ্দিন, অরিন্দম গোলদার, দিঘলিয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম পপি, সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুর রহমান, হাসিব কবির রুবেল, মৃনাল কান্তি বাজার, সাইদুর রহমান, শেখ, রাসেল, শেখ রায়হান মুন্না, শরীফুল ইসলাম, আঃ মান্নান, দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ফোরকান আহন্মেদ রনি, ছাত্রলীগ নেতা সৈয়দ জামিল মোর্শেদ মাসুম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল বাশার।