দিঘলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে থানাধীন বিভিন্ন এলাকা থেকে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত, ২ জন অস্ত্র মামলার এবং বাকী ১১ জন আসামি বিভিন্ন মামলার নিয়মিত ওয়ারেন্টভূক্ত।
থানা সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরী এবং ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (২৯) জানুয়ারি রাতভর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ২ জনের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে দিঘলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ১২। তাং ২৯/০১/২০২২।
গ্রেপ্তারকৃতদের আজ রবিবার (৩০ জানুয়ারি) কোর্টে প্রেরণ করা হলে আদালত তাঁদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।
খুলনা গেজেট/ এস আই