খুলনার দিঘলিয়ার সদর ইউনিয়নের সুগন্ধী আছিয়া মঞ্জিলা নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
জানা যায়, মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে উক্ত মাদ্রাসার হেফজ্ খানার ছাত্রদের মাঝে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তাঁর সহধর্মিণী এনভয় গ্রুপের পরিচালক মিসেস শারমিন সালামের ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।
সোমবার (৩১ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে সংসদ সদস্যদের প্রতিনিধি হিসেবে এসব কম্বল বিতরণ করেন উপজেলা আঃলীগের সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা যুবলীগনেতা মোঃ হাবিবুর রহমান তারেক, মোড়ল হাসান মাহামুদ রাকিব, ছাত্রলীগনেতা সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, শেখ আল আমিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসলাম মুন্সী, সদস্য মাহাবুব মুন্সী, মাদ্রাসার অধ্যক্ষ, স্থানীয় আঃলীগনেতা মোঃ আকতার হোসেন, মোঃ ইয়াসিন প্রমুখ। সংসদ সদস্যের কম্বল হাতে পেয়ে মাদ্রাসার এতিম ছাত্ররা উৎফুল্লতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীর পরিবারবর্গের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।