খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

দিঘলিয়ায় টিসিবি’র পণ্য বিক্রি কোথায় কখন

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এ উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ৯ হাজার ৬৯৯ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে দিঘলিয়া সদর ইউনিয়নের মোড়ল মার্কেটে টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম ও দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল। প্রতিদিন দুপুর ২ টা থেকে ইউনিয়ন ভিত্তিক ডিলারের মাধ্যমে পণ্য বিতরণের এ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে।

সরকার পবিত্র রমজান উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে সারা দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মশুরের ডালের দাম ধরা হয়েছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মশুরের ডাল নিতে পারবেন।

দিঘলিয়া সদর ইউনিয়নঃ এ ইউনিয়নের ১ হাজার ৮৫৮ জন নিম্ন আয়ের মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে মোড়ল মার্কেট (২২মার্চ), দৌলতপুর খেয়াঘাট (২৩ মার্চ) ও সূতীরকুল বাজার (২৪ মার্চ) এ ৩ টি স্থান থেকে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।

সেনহাটী ইউনিয়নঃ এ ইউনিয়নের ২ হাজার ৭৫২ জন নিন্ম আয়ের মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে পথেরবাজার (২২ মার্চ), সেনহাটী বাজার (২৩ মার্চ), বেলেঘাট বাজার (২৪ মার্চ), চন্দনীমহল চৌরাস্তা (২৭ মার্চ) ও ষ্টার ২নং গেট (২৮ মার্চ) এ ৪ টি স্থান থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

বারাকপুর ইউনিয়নঃ এ ইউনিয়নের ১ হাজার ৪৪২ জন নিন্ম আয়ের মানুষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে বারাকপুর বাজার (২৭ মার্চ), লাখোয়াটী বাজার (২৮ মার্চ), আড়ুয়া বাজার (২৯ মার্চ) থেকে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।

আড়ংঘাটা ইউনিয়নঃ এ ইউনিয়নের ৭’শ ৬৩ জন ফ্যামিলি কার্ডপ্রাপ্তরা ২৯ মার্চ আড়ংঘাটা বাজার থেকে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।

যোগীপোল ইউনিয়নঃ এ ইউনিয়নের ১ হাজার ৬৬০ জন ফ্যামিলি কার্ডপ্রাপ্তরা জাব্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ (২৯ মার্চ), তেলিগাতী পাকার মাথা (৩০ মার্চ), যোগীপোল সরাকারি প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণ(৩১ মার্চ) থেকে টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন।

গাজীরহাট ইউনিয়নঃ এ ইউনিয়নের ১ হাজার ২২৪ জন ফ্যামিলি কার্ডধারী গাজীরহাট বাজার এবং মাঝিরগাতী বাজার নামক স্থান থেকে ইতিমধ্যে টিসিবি’র পণ্য ক্রয় সম্পন্ন করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!