ঐতিহ্যবাহী ইয়ং মেনস এ্যাসোসিয়েশন( ওয়াই এম এ) কর্তৃক আয়োজিত দিঘলিয়া ফুটবল লীগ (ডিএফএল) সেশন-২ ‘র ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা সোমবার (৩১ জুলাই) বিকালে দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দিতাপূর্ণ এ খেলায় ট্রাইবেকারে দেয়াড়া ইউনাইটেড ক্লাব ৫-৩ গোলে দিঘলিয়া হরিতকি তলা যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধে হরিতকি তলা যুব সংঘ ১ গোলে এগিয়ে ছিলো। কিন্তু খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে দেয়াড়া ইউনাইটেড ক্লাব গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরে আনে। নির্ধারিত সময়ে খেলা মীমাংসিত না হওয়ায় খেলাটি ট্রাইবেকার গড়ায়। ট্রাইবেকারে দেয়াড়া ইউনাইটেড ক্লাব ৫-৩ গোলে দিঘলিয়া হরিতকি তলা যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, ইয়ং মেনস এসোসিয়েশন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, প্রাক্তন কৃতি ফুটবলার টিপু সুলতান, মিজান মোড়ল, সালাম বাওয়ালী, দিঘলিয়া হরিতকি যুব সংঘের টিম ম্যানেজার মোস্তফা আমীর ফয়সাল, দেয়াড়া ইউনাইটেড ক্লাবের টিম ম্যানেজার ও ইউপি সদস্য খান আরিফুল ইসলাম, দিঘলিয়া ইউপি সদস্য নাজমুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান।
রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন শেখ কামাল। সহকারি রেফারি ছিলেন তালুকদার তকদির হোসেন ও মোঃ পারভেজ আলম। খেলার ধারাভাষ্যে ছিলেন দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান ও খুলনা সরকারি মহিলা কলেজের আইসিটি বিভাগের কম্পিউটার অপারেটর খান শহিদুল ইসলাম।
খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোঃ সাইফুল ইসলামের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের অধিনায়ক মোড়ল রাকিবুল ইসলামের হাতে ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।
খুলনা গেজেট/কেডি