দিঘলিয়া উপজেলা শ্রমিক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের খুলনা জেলা শাখার সদস্য সচিব মোল্লা শহীদুল ইসলাম শহিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়- দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা এবং কমিটিসমূহ মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে, জাতীয় শ্রমিক লীগ দিঘলিয়া উপজেলা শাখা এবং উপজেলাধীন সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২১ জানুয়ারী) থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে বার্তায় উল্লেখ করা হয়।
দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ দিঘলিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে মোঃ সাইফুদ্দিন রিতা এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ নজরুল ইসলাম নজু দায়িত্বে ছিলেন।
কমিটি বিলুপ্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম নজুর কাছে। তিনি খুলনা গেজেটকে বলেন, সম্প্রতি খুলনা জেলা শ্রমিক লীগের ২টি আহবায়ক কমিটি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যে আহবায়ক কমিটি হয়েছে শুনেছি উক্ত কমিটির সদস্য সচিব আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
তিনি বলেন, শ্রমিকলীগে আমার রাজনীতি শুরু খুলনা জেলা শ্রমিকলীগের প্রাক্তন সভাপতি আবু জাফর ভাইয়ের হাত ধরে। আমরা তাঁর নির্দেশনা মোতাবেক নেতৃত্ব দিয়ে থাকি। আজ সেনহাটী বাজারে আমাদের উপজেলা কমিটির নেতৃবৃন্দ বসে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব।