প্রতিপক্ষের হামলায় আহত চিরঞ্জীব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত চিরঞ্জীব উপজেলার ২ নং দাকোপ ইউনিয়নের দাকোপ গ্রামের অনিল কৃষ্ণ রায়ের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০ শে মে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চিরঞ্জীব বাড়ির উঠানে তাঁর স্ত্রী যুথিকা রায়কে সাথে নিয়ে গরুর দুধ সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে কথা কাটকাটি হয়। একসময়ে প্রতিপক্ষের এক সদস্যের হাতে থাকে ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। এ সময়ে চিরঞ্জীবকে রক্ষা করতে তার মেয়ে ও স্ত্রী এগিয়ে এলে তাদেরও আঘাত করে তারা। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মৃতের মেয়ে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
দাকোপ থানার থানার অফিসার ইনজার্জ উজ্বল কুমার দত্ত বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা চিরঞ্জীবকে ব্যাট দিয়ে আঘাত করে। তিনি চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার পরিবারের কেউ থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করেনি। মামলা করলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি খুলনা গেজেটকে বলেন।
মৃতের মেয়ে মেয়ে প্রতিক্ষা রায় বাদী হয়ে জানায় ২৫ মে আমি বাদী হয়ে দাকোপ থানায় এ ঘটনায় অভিযোগ করেছিলাম। এব্যপাররে দাকোপ থানা সেকেন্ড আফিসার সুশান্ত কুমার পাল এর সাথে কথা হলে তিনি বললেন নিহতের মেয়ের অবভিযোগ পেয়েছি, বিধি মতে আইন গত ব্যাবস্হা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ এসজেড