দাকোপের বানিশান্তা আমতলা এলাকায় ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাকোপ থানা ও এজাহার সুত্রে জানা যায়, উপজেলার বানিশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী জয়নাল গাজীর ছেলে সাব্বির গাজী (২২) নামে এক যুবক দীঘদিন ধরে ৬ শ্রেণির ছাত্রী (১৩) সাথে মেলামেশার এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে যায়।
একপর্যায়ে ছেলেটা অন্যত্র বিয়ে করলে মেয়ের মা সুমি বেগম বাদি হয়ে গত ৪ অক্টোবর রাতে গর্ভবতী মেয়েকে নিয়ে দাকোপ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে এজাহার দাখিল করেন।
অফিসার ইনচার্জ সেকেন্দার আলী এজাহার রুজুপূর্বক ( মামলা নং-০২ তারিখ ৫/১০/২১ ধারা-২০০০ সালের নারী ও শিশু আইন এর ৯ (১) মামলা তদন্তের দায়িত্ব দেন পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলমকে। ভোররাতে পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম ধর্ষণ মামলার প্রধান আসামিকে আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার (৫ অক্টোবর) অভিযুক্ত যুবক ও ধর্ষিত মেয়েকে পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যপারে দাকোপ থানা অফিসার ইনচার্জ সেকেন্দার আলী বলেন, ‘এ মামলার তদন্তে ধর্ষণের সহযোগিতায় কারো নাম প্রমানিত হলে তাঁদেরও আসামী হিসাবে মামলায় অন্তর্ভুক্ত করা হবে।’
খুলনা গেজেট/ এস আই