ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে দাকোপে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনীর উপর ভিডিও চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতুর্জা খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়।
অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক কর্মকর্তা অহিদুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সহকারী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, প্রধান শিক্ষক হেমন্ত কুমার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা অহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং সাংবাদিক বৃন্দ।
এর পূর্বে সকাল ৮ টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে দাকোপ প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনীর উপর ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়।
খুলনা গেজেট/কেএম