খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

দাকোপে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কর্মশালা

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়) চুড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্পের পিএমইউ মো. তৌহিদুল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান। সভায় ডেপুটি টিমলিডার মশিউর রহমান সিএনআরএস প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন। উপকূলীয় অঞ্চলে মিষ্টি পানি সরবরাহ এবং কৃষি জমিতে একাধিক ফসল উৎপাদন, বাঁধ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আক্তার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুদেব রায়, মাসুম আলী ফকির, শিবসা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফর রহমান সানা ও স্বাধীনতার প্রত্যয় পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট হালদার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বাস্তবায়নে ও সিএনআরএস’র সহযোগীতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে উক্ত কর্মশালায় আরও অংশগ্রহণ করেন সিএনআরএস-এর টিমলিডার মঞ্জুরুল আহসানসহ পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!