খুলনার দাকোপ উপজেলায় অবৈধভাবে সরকারি জায়গা দখল করার অপরাধে পাঁচজন দখলদারদের কাছ থেকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সদর আঁচাভূয়া বাজার সংলগ্ন চুনকুড়ি নদীর জেগে ওঠা চর অবৈধভাবে দখল করে অবকাঠামো নির্মাণ করায় চালনা পৌরসভার আঁচাভূয়া এলাকার মো. নুরনবী ঢালীকে (৪৮) ৫০ হাজার, মো. শহিদুল ইসলাম খোকনকে (৩৯) ৫০ হাজার, মো. বেলাল হোসেনকে (২৩) ৫০ হাজার, মো. কুদ্দুস গাজীকে (৫৬) ৫০ হাজার, মো. আমিরুল গাজীকে (৪৮) ২৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মিন্টু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোর্তুজা খান, সার্ভেয়ার মিরাজ হোসেন, পেশকার বিকাশ বর্মনসহ থানা পুলিশের সদস্য।
বিষয়টি নিশ্চিত করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মিন্টু বিশ্বাস খুলনা গেজেটকে বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে দখলদারদের কাছ থেকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। তিনি আরও বলেন আগামী সাত দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
খুলনা গেজেট / এআর