খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

দাকোপ থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ছয়

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ থানা পুলিশের অভিযানে মাদকসহ ৬ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দাকোপ থানা পুলিশ , গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ বুধবার রাতে তিলডাাংগ ইউনিয়নে চৌরাস্তা মোড়ে অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী ও স্বপন কুমার রায় ইন্সঃ(তদন্ত), দাকোপ থানার নেতৃত্বে এসআই সায়েম, জয়ন্ত,  এএসআই ইমরান হোসেন ও  শরিফ উদ্দিনের সহায়তায় মোঃ শহিদ গাজী (৩৫), পিতা-জাবের আলী গাজী,সাং-কাকড়াবুনিয়া; উত্তম রায় (২০) পিতা-সুজিত রায়, সাং-পানখালি; সত্যজিৎ গাইন(১৯) পিতা-কৃষ্ণপদ গাইন সাং-সিটিবুনিয়া সর্ব থানা-দাকোপ জেলা-খুলনা ৪। মোঃ কামাল হোসেন (১৯) পিতা-মোঃ জুলফিকার শেখ,মাতা-ফাতেমা খাতুন, সাং-উত্তর মদিনাবাদ; মোঃ মাছুম বিল্লাহ (২৪) পিতা-মোঃইয়াছিন গাজী, মাতা-মোছাঃ হাসিনা খাতুন সাং-বিনাপানি উভয় থানা-কয়রা জেলা-খুলনা ও মোঃ হামিম শেখ (২৩) পিতা-মোঃ অহিদ শেখ মাতা-মোছাঃ রুপা বেগম, সাং-ঝনঝনিয়া (খালেরবেড়) থানা-রামপাল জেলা-বাগেরহাট কে গাঁজা ও চোলাই মদসহ আটক করেন। নিয়মিত মামলা নিয়ে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!