খুলনার তেরখাদার আটলিয়া গ্রামে জাতীয় শোক দিবসে কাঙালি ভোজের প্যাকেট করাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ গ্রুপ। আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় , ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজ এর প্যাকেট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরুর এক পর্যায়ে আটলিয়া গ্রামের মোক্তার চৌহদ্দির পুত্র তামিম চৌহদ্দি, নুর মিয়া চৌহদ্দীর পুত্র জনি চৌহদ্দি এবং শোকর চৌহদ্দীর পুত্র শাকিল চৌহদ্দীগণ একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিরাজ শিকদার (৩২) কে ছ্যানা দ্বারা এলোপাতাড়িভাবে মাথায় ও পিঠে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত মিরাজ শিকদার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ নেওয়া হবে।
খুলনা গেজেট/ টি আই