জমিসংক্রান্ত বিরোধের জেরে খুলনার তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে বাবলু শেখকে (৫০) নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত মুকুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) এ অভিযান চালায়। ৪ মে ওই হত্যাকাণ্ডের পর পালিয়ে ছিল মুকুল শেখ।
মঙ্গলবার রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই আসামিকে গ্রেপ্তারের তথ্য জানান সংস্থাটির কর্মকর্তারা। সেখানে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জমি দখলকে কেন্দ্র করে নৃশংস ও বর্বরোচিতভাবে বাবলু শেখকে হত্যা করা হয়েছিল। গ্রেপ্তারের পর আসামি মুকুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
আসামির দেওয়া তথ্যের বরাদ দিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মুকুল শেখ সহযোগীদের নিয়ে বাবলু শেখের বাড়িতে টেঁটা, বল্লম, রামদা, ঝুপি নিয়ে হামলা চালান। ভাঙচুরের একপর্যায়ে বাবলুকে ঝুপি দিয়ে আঘাত করলে চারটি শলা তার মাথায় বিদ্ধ হয়। তখন অন্য সহযোগীরা তাকে পিটিয়ে ফেলে রাখে।