খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

তালায় ১৮৬টি মন্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবী দূর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে। এমন বিশ্বাস নিয়ে প্রতিবারের মত এবারও সাতক্ষীরা তালা উপজেলায় ১৮৬টি পূজা মন্ডপে চলছে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি। এখন চলছে প্রতিমার মাটির কাজ। ব্যস্ত সময় পার করছেন ভাসস্করা।

১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ‘দুর্গোৎসব’। এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে করে এবং গমন করবেন দোলায় করে।

কয়েকটি পূজা মন্ডপ সরজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলার প্রতিটি পূজামন্ডপে দূর্গাপূজার প্রস্তুতি চলছে। ভাসস্করা খড়-মাটির কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ভাসস্কর খানপুর গ্রামের খিরু দাস, মহান্দী গ্রামের তারক দাস, দুত কুমার দাস বলেন, গত একমাস ধরে বিভিন্ন ডিজাইনের প্রতিমার খড় মাটির কাজ চলছে। এখন থেকে পূজার আগের রাত পর্যন্ত কাজ চলবে বিভিন্ন মন্ডপে। তবে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক পর্যাপ্ত না হলেও আন্তরিকতার সহিত কাজ করেন তারা। দৃষ্টিনন্দন সুন্দর প্রতিমা তৈরি করতে হলে মনের মাধুরী দিয়ে কাজ করতে হয় বলে জানান ভাসস্করা ।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, উপজেলায় ১৮৬টি পূজা মন্ডপে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। সকলের সহযোগিতায় উৎসবমূখর পরিবেশে দূর্গোৎসব পালিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে উপজেলায় মন্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি। মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। আশা করছি অতীতের যে কোন সময়ের চেয়ে এবছর উৎসবমূখর পরিবেশে দুর্গোৎসব পালিত হবে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, পূজা মন্ডপগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ এই তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!