সাতক্ষীরা তালা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। রবিবার (৪ এপ্রিল) করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় ১০টি মামলায় ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান।
অন্যদিকে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা পরিস্থিতি মোকাবেলায় ও সামাজিক নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৪ এপ্রিল) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা রাজিব সরদার, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা ওসি তদন্ত মোঃ বাবলু হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলার সরকারি কর্মকতা-কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, তালা উপজেলা মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই