খুলনা, বাংলাদেশ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ১৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তালায় বাস-ট্রাক মুখোমুখি সংষর্ঘে ৩০ জন আহত

তালা প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া বাজারে ঢাকাগামী পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্ততঃ বাসের ৩০ জন যাত্রী আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী মোঃ আসাদুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মুখার্জী এন্ড এসোসিয়েটস্ নামের একটি বাস (যার নম্বর- ঢাকা মেট্রো-ব-১৩- ০৬০৪)। বাসটি নওয়াপাড়া বাজারে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের (যার নম্বর- যশোর-শ-১১-০১০১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছে। সকাল ধরে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান তিনি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!