সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিসআলীসহ ৬ নেতাকমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় তালার ইসলামকাটি ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ আলি সরদারের বাড়িতে দাওয়াতের একটি অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে পুলিশ আমজাদ আলির বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে সেখান থেকে ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন, সেক্রেটারী আজহারুল ইসলাম, জামায়াতের রোকন রেবেকা খাতুন ও জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরে রাতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জেহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াত নেতা আমজাদ আলি সরদারের বাড়িতে উপজেলার জামায়াত নেতারা একত্রিত হয়ে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করছে এমন গেপান সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়। এসময় সেখান থেকে কিছু জিহাদী বই ও চাঁদার রশিদ বই উদ্ধার করা হয়।
থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এস আই