খুলনা, বাংলাদেশ | ৪ আশ্বিন, ১৪৩১ | ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকাবাসির মানববন্ধন

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গত ৪ দিন বিরামহীন মুসলধারে বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ থেকে মুক্তি পেতে রুপালী মৎস্যজিবী সমবায় সমিতির ব্যানারে মানব বন্ধন করেছেন এলাকাবাসি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা সদর ইউনিয়নের জেলায় নলতা গ্রামের ঘাটের হাটখোলা বাজারে শত শত নারী পুরুষ এ মানব বন্ধন করেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জোয়ার্দ্দার ফারুর হোসেন, স্থানীয় মসজিদের ইমাম মাও: জামিরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহফুজা বেগম, শিরিনা বেগম প্রমুখ।

এসময় বক্তরা বলেন ১৬ নং পোল্ডারের আওতাধীন শালতা নদী খনন, সকল সংযোগ খাসখাল উন্মুক্ত ও খননের দাবি জানান।

বক্তরা আরও বলেন, শালতা নদীর সাথে সংযোগ খালগুলো অবৈধ ভাবে দখল করে মাছ চাষ করার কারণে বিগত ৪ দিনের প্রবল বৃষ্টিতে পুরো গ্রামটি পানিতে তলিয়ে গেছে। হাজারের অধিক পরিবার পানি বন্ধি জীবনযাপন করছেন। কারো রান্না-বান্না করার সুযোগ নেই। অধিকাংশ কাঁচা বাড়ি ভেঙ্গে পড়েছে। তারা এখন রাস্তার উপর দিনাতিপাত করছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!