খুলনা মেডিকেল কলেজের (খুমেক) অধ্যক্ষ ও বিএমএর অফিস ভাংচুরের ঘটনায় বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুমেক শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এই কমিটি কেন বাতিল করা হবে না আগামী ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় কার্যকরী কমিটির ১৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার চিঠি দিয়ে বিষয়টি সাংবাদিকদের জানান ড্যাবের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. আকরামুজ্জামান।
কেন্দ্রের চিঠিতে খুমেক নেতাদের বিরুদ্ধে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র একজন ড্যাব নেতাকে খুমেক ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে মানহানি, দলীয় নাম ও প্রভাব ব্যবহার করে নিয়ম বর্হিভূতভাবে খুমেক শিক্ষক সমিতি গঠন করে ড্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন এবং বহিরাগতদের নিয়ে খুমেক হাসপাতালে ভীতি প্রদর্শণ করার অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে ড্যাব খুমেক শাখার সভাপতি ডা. সেখ মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট। ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজন চিকিৎসক মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে। বিষয়টি লিখিতভাবে কেন্দ্রে জানানো হবে।
খুলনা গেজেট/হিমালয়