দেশে এক দিনে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মারা গেল ১৮৫ জন। আর চলতি জুলাইয়ের ২৪ দিনে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৩৮ জনে। এ ছাড়া গত এক দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৯৩ জনের।
সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৮ জনের। ঢাকার বাইরে ১ হাজার ৫৫ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ঢাকার ৯৮৩ ও ঢাকার বাইরের ১ হাজার ১৩ জন।
নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ২৭০ জন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৮৩ জন।
এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৬২২ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৭ হাজার ৪৬৩ জন।
সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চলতি মাসের এই ২৪ দিনেই। এ সময় ২৭ হাজার ২৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
খুলনা গেজেট/কেডি