করোনা ও ডেঙ্গু প্রতিরোধকল্পে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদারকরণের লক্ষ্যে কেসিসি’র স্বাস্থ্য ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্য সুরা ও পরিচ্ছন্নতার বিষয়ে কেসিসি’র সংশ্লিষ্ট বিভাগসমূহকে সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। দেশে করোনা ভাইরাস স্তিমিত হয়ে আসলেও ডেঙ্গু সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণে সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু প্রতিরোধে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ জন্য স্বাস্থ্য ও কঞ্জারভেন্সি বিভাগের রুটিন কাজের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বাড়তি কাজ করার নির্দেশ দেন।
সিটি মেয়র করোনা ও ডেঙ্গু প্রতিরোধকল্পে চলমান মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান জোরদারকরণের ল্েয কেসিসি’র স্বাস্থ্য ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশীদ আহমেদ টোনা, কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাজী তালাত হোসেন কাউট, মোঃ মনিরুজ্জামান, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরতি আসনের কাউন্সিলর পারভীন আক্তার, শাহিদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মোঃ আব্দুর রকিব, নূরুন্নাহার এ্যানি, মোলা মারুফ রশীদ, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সি বিভাগের সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।