শরীফুলের ওপর চড়াও মিলার
ছয়, চার, চার—শরীফুলের প্রথম তিন বলে ডেভিড মিলারের স্কোরিং শট। শেষ তিন বলে তিনটি সিঙ্গেলের পরও ৪৩তম ওভারে উঠেছে ১৭ রান। বাংলাদেশ ও জয়ের মধ্যে এখন সবচেয়ে বড় বাধাটা ডেভিড মিলার, তবে তাঁকে এখনো আটকানো যায়নি।
ডুসেনের ফিফটি, দ. আফ্রিকার সেঞ্চুরি
তাসকিনের শর্ট ডেলিভারিকে ফাইন লেগে আছড়ে ফেললেন ভ্যান ডার ডুসেন। তাতেই পোঁছে গেলেন ফিফটিতে। ৫৭ বলে ৭ চার ও ১ ছয়ে এই ফিফটি করেন ডুসেন। তার আগে ২৩তম ওভারে শেষ বলে দলীয় ১০০ রান পূর্ন করে দক্ষিণ আফ্রিকা। বাভুমা-ডুসেন জুটি গড়ে দারুণ প্রতিরোধ গড়েছেন।
বাংলাদেশ: ৩১৪/৭ (৫০ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ২০৪/৬ (৪১ ওভার)
চাপ সামলে বাভুমা-ডুসেনের প্রতিরোধের চেষ্টা
শরিফুল ইসলাম শুরুটা করে দিয়েছিলেন। তাসকিন জোড়া আঘাত হেনে লাগাম টেনে ধরেন। সেই চাপ সামলে প্রতিরোধের চেষ্টা করছেন অধিনায়ক টেম্বা বাভুমা ও ভ্যান ডার ডুসেন। দুজনে চতুর্থ উইকেটের জুটিতে ইতিমধ্যে ৫৬ বলে ৩৩ রান যোগ করেন।
খুলনা গেজেট/এএ