খুলনা, বাংলাদেশ | ২৪ আশ্বিন, ১৪৩১ | ৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  বাংলাদেশী ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি

ডুমুরিয়ায় স্বপ্নের নীড় পেল ৫০০ গৃহহীন পরিবার

ডুমুরিয়া প্রতিনিধি

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়ায় দ্বিতীয় পর্যায়ে আরো ৫০০ গৃহহীন পরিবারকে পাকা ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ৫৩ হাজার ৩৪০টি ঘর উদ্বোধন করেন।

ডুমুরিয়া অফিসার্স ক্লাবে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের দলীয় হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল ওয়াদুদ। এসময়ে মোবাইল টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্যদেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খুলনার ডুমুরিয়া উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৫০০ ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। এরমধ্যে ধামালিয়ায় ৪০টি, কাঁঠালতলায় ৫০টি, ভান্ডারপাড়ায় ৮০টি, শেয়ারঘাটায় ৬০টি, বাহাদুরপুর ১৯৫টি ও বাদুরগাছায় ৭৫টি। বিনা মুল্যে দুই শতক জমিসহ সেমিপাকা স্বপ্নের নীড় পেয়ে খুব খুশি গৃহহীনরা।

এর আগে গত ২৩ জানুয়ারী প্রথম পর্যায়ে ১৪০টি পরিবারের মাঝে ঘর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক মারুফুল আলম, সহকারী কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, ইউপি চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ জোয়াদ্দার প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!